বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

Nestlé investuje 89 milionů dolarů do růstu značky Nescafé v Brazílii

Nestlé (NSE:NEST) Nescafé plánuje do roku 2028 investovat dalších 500 milionů reais (88,7 milionů dolarů) v Brazílii, oznámila ve čtvrtek značka kávy na tiskové konferenci.

Tato částka je navíc k investici ve výši 1 miliardy realů, kterou společnost oznámila loni v největší ekonomice Latinské Ameriky.

Nové investice se podle společnosti zaměří na rozšíření továrny Montes Claros v jihovýchodním státě Minas Gerais a na zvýšení podílu kávovarů „Nestlé Professional“ na trhu.

মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১৮ ডিসেম্বর: S&P 500 ও নাসডাক সূচকে পুনরায় দরপতন শুরু হয়েছে
02:53 2025-12-18 UTC--5

গতকাল স্টক সূচকগুলোতে নিম্নমুখী প্রবণতার লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 1.16% হ্রাস পেয়েছে, এবং নাসডাক 100 সূচক 1.41% হ্রাস পেয়েছে। পাশাপাশি, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 0.87% হ্রাস পেয়েছে।

এশিয়ার স্টক সূচকগুলোতেও মার্কিন স্টক সূচকগুলোর নেতিবাচক প্রবণতাকে পরিলক্ষিত হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে প্রযুক্তি কোম্পানিগুলোর উচ্চ মূল্যায়ন নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এ খাতের শেয়ার বিক্রি শুরু হয়, ফলে এশিয়ার স্টক সূচকগুলো নিম্নমুখী হয়। অপরদিকে, জ্বালানি তেলের দাম কমে গেছে, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিভিশনে দেওয়া এক ভাষণে ভেনেজুয়েলার সঙ্গে ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ানোর চেষ্টা না করে কিছুটা নমনীয় অবস্থান গ্রহণ করেছেন। উল্লেখযোগ্য যে, চলতি সপ্তাহে ওয়াশিংটন দক্ষিণ আমেরিকার এই দেশটির অধীনে থাকা কিছু ট্যাঙ্কারকে নিষেধাজ্ঞার আওতায় এনে অবরোধ আরোপ করেছে। ট্রাম্প কারাকাসকে যুক্তরাষ্ট্রের "জ্বালানি অধিকার" থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন।

MSCI-এর আঞ্চলিক সূচক 0.4% হ্রাস পেয়েছে, যেখানে দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রধান স্টক সূচক প্রায় 1% হ্রাস পেয়েছে। এই দরপতনের পেছনে প্রধান ভূমিকা রেখেছে এনভিডিয়া কর্পোরেশনের শেয়ারের দরপতন, যেটির দর 3.8% হ্রাস পেয়ে সেপ্টেম্বরের পর সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।

প্রযুক্তি খাতের স্টকগুলোর এই মূল্য হ্রাস আরও একটি ইঙ্গিত দেয় যে—বিনিয়োগকারীরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতের শীর্ষ কোম্পানিগুলোর স্টকের উচ্চ মূল্যায়ন এবং উচ্চাভিলাষী বিনিয়োগগুলো আসলেই যৌক্তিক কি না, তা নিয়ে সন্দিহান। ডেটা সেন্টার সম্প্রসারণের খরচ এবং বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে তৈরি হওয়া উদ্বেগ—যেমন: ওরাকল কর্পোরেশন কর্তৃক মিশিগানে অর্থায়নের পরিকল্পনা—এই খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সামগ্রিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

বিশ্লেষকরা এখন ক্রমাগত ভাবে বর্তমান AI মডেলগুলোর স্কেলেবিলিটি নিয়ে প্রশ্ন তুলছেন। AI পরিচালনার জন্য প্রয়োজনীয় কম্পিউটিং পাওয়ার, দক্ষ জনবল এবং এর ব্যবহার ঘিরে নৈতিক দিকনির্দেশনার বিষয়গুলো এখন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কিছু বিশেষজ্ঞ বলছেন, মার্কেট একটি তথাকথিত "AI উইন্টারের" দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, যেখানে অত্যধিক প্রত্যাশা পুরোপুরি পূর্ণ না হতে পারে ও পর্যাপ্ত মুনাফা না আসার কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ধীরে ধীরে কমতে পারে। তবে, একেবারে AI থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা এখনই নেই বলেই মনে হচ্ছে। বরং, এই খাতের স্টকের মূল্য়ের পুনঃমূল্যায়ন এবং আরও বাস্তবধর্মী ও লাভজনক প্রকল্পের দিকে বিনিয়োগ স্থানান্তরের প্রত্যাশা করা হচ্ছে।

এই প্রেক্ষাপটে, জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট কোম্পানিগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে—লেজারটেক কর্পোরেশন, অ্যাডভান্টেস্ট কর্পোরেশন, এবং সফটব্যাংক গ্রুপ কর্পোরেশনের শেয়ারের দর অন্তত 3% হ্রাস পেয়েছে। এর আগেই উল্লেখ করা হয়েছিল, নিউ ইয়র্ক সেশনে ওরাকল কর্পোরেশনের স্টক 5%-এরও বেশি দরপতনের শিকার হয়েছে—কারণ ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে যে, ব্লু ওউল ক্যাপিটাল ইনকর্পোরেটেড মিশিগানে $10 বিলিয়ন ডলারের ডেটা সেন্টার প্রকল্পে অর্থায়ন প্রত্যাহার করেছে।

analytics6943a441edcc0.jpg

স্বর্ণের দর এখনও রেকর্ড উচ্চতার কাছাকাছি রয়েছে, বিশেষ করে বুধবারের মূল বৃদ্ধির পর। বিনিয়োগকারীরা সরকারী বন্ড কিংবা কারেন্সির বিকল্প অ্যাসেটের সন্ধানে রয়েছেন। স্বল্পমেয়াদী ট্রেজারি বন্ডের ইয়িল্ড বা লভ্যাংশও বৃদ্ধি পেয়েছে।

S&P 500-এর টেকনিক্যাল দৃষ্টিভঙ্গির দিক থেকে, আজ ক্রেতাদের মূল লক্ষ্য হবে সামনের নিকটতম রেজিস্ট্যান্স লেভেল $6,743 অতিক্রম করানো। এই লেভেল অতিক্রম করলেই সূচকটির বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাবে এবং মূল্য $6,756 লেভেলে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হওয়া। ক্রেতাদের জন্য আরেকটি সমান গুরুত্বপূর্ণ কাজ হলো সূচকটির মূল্যকে $6,769 লেভেলের উপরে ধরে রাখা, যা তাঁদের অবস্থানকে আরও শক্তিশালী করবে। যদি মার্কেটে ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পাওয়ার কারণে নিম্নমুখী প্রবণতা দেখা যায়, তবে ক্রেতাদের অবশ্যই মূল্যকে $6,727 লেভেলের আশপাশে থাকা অবস্থায় সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করলে ট্রেডিং ইনস্ট্রুমেন্টটির দর দ্রুতই $6,711 পর্যন্ত নেমে যেতে পারে এবং সেখান থেকে আরও নিচে $6,697 পর্যন্ত নেমে আসার সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2025 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।