বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

Pražská burza pošesté v řadě posílila, k růstu jí pomohl Colt a VIG

Praha – Index PX pražské burzy opět mírně vylepšil své mnoholeté maximum. Ke zpevnění o 0,08 procenta na 1860,92 bodu mu dnes pomohly akcie zbrojovky Colt CZ či pojišťovny VIG. Vyplývá to z údajů na webu burzy. Index PX roste šestý den v řadě. Výše než v současnosti byl naposledy v listopadu 2007.

স্বর্ণের (XAU/USD) ট্রেডিং সিগন্যাল (২৪–২৭ জুলাই, ২০২৫): স্বর্ণের মূল্য $3,400-এর (21 SMA - 7/8 মারে) নিচে থাকা অবস্থায় বিক্রি করুন
02:23 2025-07-24 UTC--5

গতকালকের বিশ্লেষণে যেমনটি উল্লেখ করা হয়েছিল, স্বর্ণের মূল্য শক্তিশালী রেজিস্ট্যান্স ও ওভারবট লেভেলে পৌঁছানোর পর ঊর্ধ্বমুখী প্রবণতা থেমে যায়। $3,437-এর নিচে পর্যন্ত টেকনিক্যাল কারেকশনের পর, স্বর্ণের মূল্য দ্রুত কমে গিয়ে $3,380 লেভেলে পৌঁছায়।

8/8 মারে-এর কাছাকাছি $3,437-এ পৌঁছানোর পর স্বর্ণের মূল্য এই এরিয়ায় অবস্থান ধরে রাখতে পারেনি, যার ফলে গতকাল মার্কিন সেশনে একটি তীব্র টেকনিক্যাল কারেকশন দেখা যায়। এখন স্বর্ণের আরও দরপতনের সম্ভাবনা রয়েছে, এবং সামনে স্বর্ণের মূল্য $3,359-এর 6/8 মারে ও সম্ভাব্যভাবে $3,342-এর 200 EMA পর্যন্ত নেমে যেতে পারে।

ঈগল ইন্ডিকেটর নেগেটিভ সিগন্যাল দেখাচ্ছে, তাই আমরা মনে করি যতক্ষণ স্বর্ণ 8/8 মারে লেভেলের নিচে ট্রেড করছে, যেকোনো টেকনিক্যাল রিবাউন্ডকে স্বর্ণ বিক্রি করার সিগন্যাল হিসেবে ধরা হবে।

$3,359 বা $3,342-এর আশপাশে স্বর্ণের মূল্যের সাপোর্ট লেভেল খুঁজে পাওয়া যেতে পারে; এই দুইটি লেভেল ক্রেতাদের স্বর্ণ ক্রয় করার সুযোগ দিতে পারে।

স্বল্পমেয়াদে, স্বর্ণের মূল্য সম্ভবত $3,300 লেভেল পর্যন্ত নামতে পারে, কারণ চার্ট অনুযায়ী এটি বর্তমানে টেকনিক্যালি ওভারবট অবস্থায় রয়েছে।


    






প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


© 2015-2025 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।