
Scheduled Maintenance
Scheduled maintenance will be performed on the server in the near future.
We apologize in advance if the site becomes temporarily unavailable.
সোমবারের ট্রেডের বিশ্লেষণ:
EUR/USD পেয়ারের 1H চার্ট
সোমবার, নিম্নমুখী প্রবণতার সাথে EUR/USD পেয়ারের ট্রেড করা হয়েছে এবং মার্কিন ডলারের মূল্য তুলনামূলকভাবে বেশ ভালোই বৃদ্ধি পেয়েছে। আমরা আগেও উল্লেখ করেছি যে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকলেও প্রতিদিন ডলারের দরপতন ঘটবে না—মাঝে মাঝে কারেকশন দেখা যাবে। তবে, ডলারের মূল্যের যেকোনো আকস্মিক বৃদ্ধি সাধারণত সন্দেহ এবং সতর্কতার সঙ্গে দেখা হয়।
গতকাল, ইউরোজোনে খুচরা বিক্রয় প্রতিবেদনের মোটামুটি নিরপেক্ষ ফলাফল প্রকাশিত হয়েছে, আর জার্মানিতে শিল্প উৎপাদনের শক্তিশালী ফলাফল প্রকাশিত হয়েছে। সুতরাং, সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী ইউরোর দরপতনের বদলে ইউরোর দর বৃদ্ধির সম্ভাবনা ছিল। কোনো গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্ট ছিল না। ট্রাম্প তাঁর হুমকি-ধামকি অব্যাহত রেখেছেন এবং শুল্ক আরোপ করছেন বা বাড়িয়েছেন, আর ইলন মাস্ক "আমেরিকান পার্টি" গঠনের ঘোষণা দিয়েছেন। এই সব সংবাদ শিরোনাম ডলারকে শক্তিশালী করার জন্য যথেষ্ট ভিত্তি নয়। ফলে, আমরা মার্কেটের বর্তমান মুভমেন্টকে একটি টেকনিক্যাল কারেকশন হিসেবে দেখছি, যা খুব শক্তিশালী বা দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে হচ্ছে।
সোমবার 5-মিনিটের টাইমফ্রেমে দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়। ইউরোপীয় সেশনে, এই পেয়ারের মূল্য 1.1740–1.1745 লেভেল ব্রেক করে নিম্নমুখী হয়, আর মার্কিন সেশনে ঠিক সেই লেভেল থেকেই নিচ থেকে রিবাউন্ড করে। এই দুটি সেল সিগন্যাল একে অপরের প্রতিলিপি ছিল, ফলে নতুন ট্রেডাররা কেবল একটি ট্রেডে এন্ট্রি করতে পারতেন। দিনের শেষে, পেয়ারটির মূল্য প্রায় 25–30 পয়েন্ট নিম্নমুখী হয়েছে—যা মুনাফা নিশ্চিত করার জন্য যথেষ্ট।
ঘন্টাভিত্তিক টাইমফ্রেমে, এখনো EUR/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে, যদিও মূল্য অ্যাসেন্ডিং ট্রেন্ডলাইনটি ব্রেক করেছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই বিষয়টিই ডলারের নিয়মিত দরপতনের জন্য যথেষ্ট বলে মনে হচ্ছে। অবশ্যই, পর্যায়ক্রমে ডলারের মূল্যের কারেকশন হবে, তবে সামগ্রিক মৌলিক প্রেক্ষাপট অনুযায়ী আপাতত ডলারের মূল্যের কোনো শক্তিশালী ঊর্ধ্বমুখী মোমেন্টামের প্রত্যাশা করা হচ্ছে না। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে সামষ্টিক প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হয়েছে, কিন্তু সেটিও ডলারকে সহায়তা করেনি। এই সপ্তাহে, এই পেয়ারের মূল্য কিছুটা কমতে পারে, তবে মূল্য ডিসেন্ডিং ট্রেন্ডলাইন ব্রেক করলে, পুনরায় দর বৃদ্ধির সংকেত পাওয়া যাবে।
মঙ্গলবার, EUR/USD পেয়ারের মূল্যের ফ্ল্যাট মুভমেন্ট দেখা যেতে পারে বা স্বল্প মাত্রার অস্থিরতার সাথে ট্রেড করা হতে পারে। সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে কোনো উল্লেখযোগ্য ইভেন্ট নির্ধারিত নেই।
5-মিনিট টাইমফ্রেমে গুরুত্বপূর্ণ লেভেলগুলো হল: 1.1198–1.1218, 1.1267–1.1292, 1.1354–1.1363, 1.1413, 1.1455–1.1474, 1.1527, 1.1561–1.1571, 1.1609, 1.1666, 1.1740–1.1745, 1.1808, 1.1851, 1.1908।
মঙ্গলবার, ইউরোজোন বা যুক্তরাষ্ট্র থেকে কোনো সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের প্রকাশের কথা নেই। তবে, গতকাল ডোনাল্ড ট্রাম্প প্রত্যাশামতো জাপান এবং সাউথ কোরিয়ার আমদানিকৃত পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
নতুন ট্রেডারদের জন্য টিপস:
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Scheduled maintenance will be performed on the server in the near future.
We apologize in advance if the site becomes temporarily unavailable.