যখন MACD সূচকটি ইতোমধ্যেই শূন্যের বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.3425 লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমাবদ্ধ করেছিল। এই কারণেই আমি পাউন্ড বিক্রি করিনি। দিনের দ্বিতীয়ার্ধের পূর্বাভাসে আমি 1.3394 লেভেলে রিবাউন্ডের ক্ষেত্রে যে বাই ট্রেড ওপেন করার পরিকল্পনা উল্লেখ করেছিলাম, সেখান থেকে প্রায় ২৫ পিপস মুনাফা অর্জিত হয়েছে।
আজ যুক্তরাজ্য থেকে কোনো অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই, ফলে GBP/USD পেয়ারের আরও মূল্য বৃদ্ধির সম্ভাবনা বজায় রয়েছে। তবে, ট্রেডারদের বৈশ্বিক সেইসব উপাদানের দিকে নিবিড়ভাবে নজর রাখা উচিত, যেগুলো কারেন্সি পেয়ারের মূল্যের মোমেন্টাম ও দিক নির্ধারণে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, বিনিয়োগকারীদের মনোযোগ এখন যুক্তরাষ্ট্র থেকে আসা খবরের উপর কেন্দ্রীভূত থাকবে। একইসঙ্গে, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এখনো মার্কেটে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলছে। যেকোনো সামরিক উত্তেজনার বৃদ্ধি কিংবা নতুন নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত — এগুলো ভোলাট্যালিটি বা অস্থিরতা বৃদ্ধির পাশাপাশি ঝুঁকি গ্রহণের বিষয়ে পুনর্মূল্যায়নের কারণ হতে পারে।
টেকনিক্যাল বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে, GBP/USD পেয়ারের মূল্য বর্তমানে একটি কনসোলিডেশনের পর্যায়ে রয়েছে এবং বর্তমানে গুরুত্বপূর্ণ লেভেলগুলোর আশেপাশেই মুভমেন্ট প্রদর্শন করছে। যদি এই পেয়ারের মূল্য মূল রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে, তাহলে আরও মূল্যবৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে, যদি সাপোর্ট লেভেল ব্রেক যায়, তাহলে একটি কারেকশনের সম্ভাবনাও তৈরি হতে পারে।
দৈনিক কৌশলের ক্ষেত্রে, আমি মূলত পরিকল্পনা ১ এবং ২ বাস্তবায়নের উপর নির্ভর করবো।
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3453-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3430-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছাবে তখন আমি পাউন্ড কেনার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3453-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ শুধুমাত্র ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতা বজায় থাকলে এই পেয়ার ক্রয় করা যেতে পারে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে 1.3416-এর লেভেলে মূল্যের পরপর দুটি টেস্টের ক্ষেত্রেও আমি আজ ইউরো কিনতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নগামী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং বাজারদরকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3430 এবং 1.3453-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3416-এর (চার্টে লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর আমি পাউন্ড বিক্রি করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3390-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। পাউন্ডের বিক্রেতারা আজ সতর্কভাবে ট্রেড করবে বলে ধারণা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ! বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে 1.3430-এর লেভেলে মূল্যের পরপর দুটি টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ড বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং বাজারদরকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3416 এবং 1.3390-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।