শব্দকোষ

ফরেক্স ট্রেডিংয়ের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ টার্মগুলো এই শব্দকোষে অন্তর্ভুক্ত করা হয়েছে:

ফরেক্স ট্রেডিং টার্মস
অ্যাকাউন্টিং আর্থিক হিসাব-নিকাশ, উপার্জন এবং কোনো সম্পদ পরিচালনার কার্যক্রম লিপিবদ্ধ করার পদ্ধতি।
অধিগ্রহণ কোনো কোম্পানি অধিগ্রহণের জন্য নির্দিষ্ট ফার্মের বেশিরভাগ শেয়ার ক্রয় করা। একত্রিকরণ ও অধিগ্রহণ দুইটি ভিন্ন বিষয়।
অ্যাফিলিয়েট 1. এটা একটি সম্পর্ক যখন একটি কোম্পানি অন্য একটি ফার্মের মেজরিটি শেয়ার থেকে কম শেয়ারের মালিক হয়।
2. এটা কোম্পানিগুলোর মধ্যকার একটি সম্পর্ক, যখন অন্তত দুইটি কোম্পানি অপেক্ষাকৃত বড় একটি কোম্পানির সাবসিডিয়ারি হিসাবে থাকে।
এজেন্ট 1. ইন্স্যুরেন্স বিক্রি করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।
2. যেসব ব্যক্তি বা কোম্পানি গ্রাহকের সিকিউরিটিস লেনদেনের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকে।
3. যখন জনগনের কাছে ডেরিভেটিভস বিক্রয় করা হবে তখন সিকিউরিটিজ বিক্রেতা একজন ইস্যুকারী বা ব্রোকার-ডিলার হিসেবে কাজ করবে।
অ্যালগরিদমিক ট্রেডিং এটা একটি ট্রেডিং সিস্টেম, যেখানে কম্পিউটারের উন্নত ম্যাথম্যাটিকাল পদ্ধতির মাধ্যমে মার্কেটের লেনদেন কার্যক্রম পরিচালিত হয়।
অ্যামোরটাইজেশন 1. কোনো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়মিতভাবে ঋণ পরিশোধ করা।
2. কোনো নির্দিষ্ট সময় ধরে ইনটেনজিবল অ্যাসেটের তহবিল খরচ বণ্টন করা।
বিশ্লেষক অর্থ বিষয়ক পেশাদার ব্যক্তি, যিনি বিনিয়োগ ব্যবস্থাপনা ও সিকিউরিটিস এর ক্ষেত্রে পরামর্শ দিতে সক্ষম।
অ্যানুয়িটি এটা একটি আর্থক পণ্য যা তহবিল বৃদ্ধি করে, এর দ্বারা মালিক ভবিষ্যতে অ্যামরটাইজেশনের মাধ্যমে উপার্জন করে।
অ্যাপ্রিসিয়েশন কোনো সময় পরে সিকিউরিটির মূল্য বৃদ্ধি পাওয়া।
আর্বিট্রেজ মূল্য পার্থক্য থেকে মুনাফা উপার্জনের জন্য ফিন্যান্সিয়াল ইন্সট্রুমেন্ট ক্রয় বিক্রয় করা।
আস্ক (অফিস) অফারের মূল্য, যে মূল্যে আপনি ক্রয় করবেন।
অ্যাসেট 1. কোম্পানির মালিকানায় থাকা সম্পদের জন্য ব্যালেন্স শিটের একটি শাখা।
2. ভবিষ্যতে সুবিধা পাওয়ার জন্য কোনো ব্যক্তি, সত্তা বা দেশের মালিকানায় থাকা সম্পত্তি।
অ্যাসেট ক্লাস বাজারে অবস্থান এবং প্রযোজ্য আইন-কানুনের দিক একই বৈশিষ্ট্যের অধিকারী সিকিউরিটিসগুলো নিয়ে যে গ্রুপ হয়।
অডিট রেকর্ড যাচাইয়ের মাধ্যমে কোনো ফার্ম বা সংস্থার অভ্যন্তরীণ ও বাহ্যিক আর্থিক অবস্থার মূল্যায়ন।
অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার অফিসিয়াল মুদ্রা এবং কিরিবিতি, নাউরু এবং টুভ্যালুতে প্রচলিত বৈধ্য মুদ্রা। এই মুদ্রাকে A$ সংকেত দ্বারা প্রকাশ করা হয়, এবং প্রতিটির মান 100 সেন্ট এর সমান।
গড় বাৎসরিক লাভ এক বছরে কোনো বিনিয়োগ বা পোর্টফলিও থেকে পাওয়া উপার্জন। এর হিসাব করা হয় সব ধরণের সুদ, লভ্যাংশ এবং বিনিয়োগ থেকে পাওয়া অন্যান্য উপার্জনের উপর ভিত্তি করে এবং তা ঐ বছরের জন্য সব ধরনের বিনিয়োগ এবং ঐ বছরের সকল বিনিয়োগের মধ্যক হিসাব করে।
ব্যাংক কোনো সত্তা, বিশেষকরে কোনো আর্থিক প্রতিষ্ঠান বা কোম্পানি, যা গ্রাহকদের কাছ থেকে জমা গ্রহণ করে এবং অর্থ সরবরাহ করে।
ব্যাংক অফ কানাডা কানাডার কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক নোট ইস্যুকারী কর্তৃপক্ষ, যা প্রতিষ্ঠিত হয়েছিলো 1935 সালে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এর প্রধান কাজ হলো দেশের অর্থ ব্যবস্থার ব্যবস্থাপনা করা এবং আর্থিক নীতি তৈরি করা।
ব্যাংক অফ ইংল্যান্ড যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক, এটা সরকারি ব্যাংক। ব্যাংকটি মুদ্রা প্রবর্তন করে এবং দেশের আর্থিক নীতি প্রণয়ন করে।
ব্যাংক অফ জাপান জাপানের কেন্দ্রীয় ব্যাংক। জাপানের মুদ্রা এবং ট্রেজারি সিকিউরিটি প্রবর্তন ও পরিচালনা, আর্থিক নীতি বাস্তবায়ন এবং জাপানের অর্থ ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে।
ব্যাংক রেট যে হারে দেশের কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়।
ব্যাংক স্ট্রেস টেস্ট কোনো ব্যাংকের ক্ষতি পুষিয়ে নিতে ঐ ব্যাংকের আর্থিক সক্ষমতা আছে কিনা তা অন্যান্য ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃকপক্ষ কর্তৃক অভ্যন্তরীণভাবে যাচাই করা।
দেউলিয়া এটা আইনি কার্যক্রম, যেখানে ফেডারেল কোর্ট ঋণগ্রহীতার সম্পদকে তারল্যে পরিণত করে তার ঋণ পরিশোধ করে এবং ঋণগ্রহীতাকে অতিরিক্ত দায়বদ্ধতা থেকে মুক্ত করে।
বিয়ার বিনিয়োগকারীর কাছে যখন কোনো ফিন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টের চাহিদা থাকে বা সার্বিক বাজার পরিস্থিতি যখন নিম্নমুখী থাকে।
বিড চাহিদার মূল্য, যে মূল্য আপনি বিক্রি করেন।
বিটকয়েন বিকল্প মুদ্রা। এই মুদ্রার ধারণা দেন সাতোশি নামামতো। এটা 2009 সালে চালু হয়েছে। এর প্রধান বৈশিষ্ট্য হলো এর লেনদেন ফি কম এবং বিকেন্দ্রীভূত কর্তৃপক্ষ।
বন্ড কোনো ফার্ম বা সরকার কর্তৃক প্রবর্তিত ডেপ্ট ইন্সট্রুমেন্ট, যার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠান তাদের কোনো প্রকল্প বা কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ করে। তহবিল সংগ্রহের বিনিময়ে উক্ত প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে (ম্যাচুরিটি) মূল অর্থের পাশাপাশি সুদ প্রদান করতে হয়।
ব্রিটিশ পাউন্ড যুক্তরাজ্যের অফিসিয়াল মুদ্রা। মুদ্রাটি পাউন্ড নামেও পরিচিত, যার সংকেত £ এবং তা 100 পেন্স এর সমান।
ব্রোকার বাজারে যারা খুচরা ট্রেডার এবং বড় আকারের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যবর্তী অবস্থানে কাজ করে।
ব্রোকারেজ ফি কোনো গ্রাহকের আর্থিক লেনদেন করার সুবিধা দেওয়ার বিনিময়ে কোনো কোম্পানি বা এজেন্ট যে ফি ধার্য করে।
বুল যখন সার্বিক বাজার পরিস্থিতি ঊর্ধ্বমুখী থাকে।
কানাডিয়ান ডলার কানাডার অফিসিয়াল মুদ্রা, যা শুরু হয়েছিলো 1858 সালে। কানাডিয়ান ডলারের সংকেত C$। এক কানাডিয়ান ডলার 100 সেন্ট এর সমান।
ক্যারি ট্রেড কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারের পার্থক্যের কারণে ওভারনাইট ইন্টারেস্ট লাভের প্রত্যাশায় ফরেক্সে কোনো পইজিশন বন্ধ না করে চালু রাখা হলো ক্যারি ট্রেড।
কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি কম রাখা, মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখা এবং কর্মসংস্থান নিশ্চিত করতে পূর্ণ সরকারী অনুমোদনপ্রাপ্ত জাতীয় ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের মধ্যে রয়েছে আর্থিক নীতি তৈরি করা, অর্থ ব্যবস্থা পর্যবেক্ষণ করা ইত্যাদি।
সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট আমেরিকান ইন্সটিটিউড অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট এর নিয়মানুযায়ী যারা পরীক্ষায় পাশ করে এবং নির্ধারিত কাজ সম্পন্ন করে তাদেরকে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট বলা হয়।
সিএফডি কন্ট্রাক্ট ফর ডিভারেন্স - এটা একটি বিশেষ ট্রেডিং ইন্সট্রুমেন্ট যার মাধ্যমে প্রকৃত ক্রয় করা ছাড়াই স্টক, কমোডিটিস এবং অন্যান্য আর্থিক ইন্সট্রুমেন্টগুলোতে বিনিয়োগ করা যায়।
চেক এবং ব্যালেন্স কোনো প্রতিষ্ঠানের মধ্যকার প্রতিবন্ধকতা এবং বিশৃঙ্খলা দূর করার জন্য কতিপয় পদক্ষেপ বাস্তবায়ন।
শিকাগো বোর্ড অপশনস এক্সচেঞ্জ সূচক, সুদের হার এবং স্টক এর জন্য অপশন কন্ট্রাক্ট সরবরাহকারী একটি এক্সচেঞ্জ। 1973 তৈরি হওয়া CBOE হলো পৃথিবীর সবচেয়ে বড় অপশনস মার্কেট।
শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ ফিউচারস এবং ফিচারস অপশন এর এক্সচেঞ্জ। কারেন্সি, ইকুইটি, সুদের হার, স্টক ইনডেক্স এবং কিছু কৃষিজাত পণ্যের অপশন রয়েছে এই এক্সচেঞ্জে।
ক্লিয়ারিং ব্রোকার ট্রেডার এবং ক্লিয়ারিং কর্পোরেশনের মধ্যে কাজ করা এক্সচেঞ্জ সদস্য। এই ব্রোকার পার্টিগুলোর মধ্যকার এক্সচেঞ্জ সম্পন্ন হওয়া নিশ্চিত করে।
ক্লিয়ারিং ফি নিষ্পত্তি না হওয়া ডিলগুলো সম্পন্ন করার জন্য ক্লিয়ারিং হাউজ যে ফি ধার্য করে।
কাস্টমার বেইজ কোনো ব্যবসা প্রতিষ্ঠানের চলতি গ্রাহকদেরকে নিয়ে তৈরি হওয়া প্রাথমিক ব্যবসার উৎস, যেখানে গ্রাহকগণ উক্ত প্রতিষ্ঠানের পণ্য ও সেবা ক্রয় করে। এর সাথে কোম্পানির সম্ভাব্য গ্রাহকগণকে বিবেচনায় নেওয়া হয়।
কমিশন কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্রোকারের কমিশন।
কমোডিটি 1. বাণিজ্যে, কমোডিটি এক্সচেঞ্জে যেকোনো ভালো রদবদল।
2. এটা একটি ব্যাসিক পণ্য যা একই ধরণের অন্যান্য পণ্যের সাথে তুলনা করা যায়।
কম্পাউন্ডিং পূর্ববর্তী ডিলগুলো থেকে উপার্জিত অর্থ পুনরায় বিনিয়োগ করার মাধ্যমে কোনো সম্পদের মান বৃদ্ধি করার সক্ষমতা।
সিপিআই বিশেষ কোনো পণ্যের মূল্য পরিবর্তনের পরিসংখ্যানগত মূল্যস্ফীতি হলো কনজ্যুমার প্রাইস ইনডেক্স।
মুদ্রা সরকার কর্তৃক প্রবর্তিত অর্থ, যা কোনো একটি অঞ্চলের মধ্যে প্রচলিত থাকে।
কারেন্সি পেয়ার বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে, মার্কেটে ট্রেডিং করার সময় মুদ্রাগুলোর মূল্য এবং মূল্যায়নের কাঠামো।
কারন্সি সোয়াপ সোয়াপ হলো কোনো মুদ্রার মূল এবং সুদ অন্য একটির সাথে বিনিময় করা।
ঋণ কোনো ব্যক্তি বা কোম্পানি যে পরিমাণ অর্থ ধার নেয়।
ডিফল্ট 1. এক্সচেঞ্জ অনুযায়ী কোনো ফিউচার কন্ট্রাক্টের শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হওয়া।
2. ঋণ গ্রহণকারী যখন নির্দিষ্ট সময়ে মূল ও সুদ প্রদান পরিশোধ করতে ব্যর্থ হয় বা পরিশোধ না করে।
মূল্য হ্রাস যখন কোনো মুদ্রা বা মুদ্রা সমিষ্টির মান কমে যায়।
ডাইভারসিফিকেশন কোনো পোর্টফলিওর ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ক্ষতি কমিয়ে আনা বা সর্বোচ্চ মুনাফার জন্য বিভিন্ন ধরণের বিনিয়োগ করা।
লভ্যাংশ ফার্মের উপার্জনের একটি অংশ তার বিনিয়োগকারীদের কাছে বণ্টন।
ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ নাসডাক এবং নিজ ইউর্ক স্টক এক্সচেঞ্জে 30 স্টক থাকা একটি ইনডেক্স।
ডাউনটিক যখন মূল্য পূর্ববর্তী লেনদেন থেকে কম থাকে তখন কোনো এক্সচেঞ্জে লেনদেন করা।
EA (এক্সপার্ট অ্যাডভাইজার) একটি স্বয়ংক্রিয় স্ক্রিপট যার মাধ্যমে ট্রেডিং প্লাটফর্ম সফটওয়্যার পজিশন এবং অর্ডার স্বয়ংক্রিয়ভাবে (বা অল্প ব্যবস্থাপনার মাধ্যমে) পরিচালনা করে কোনো ম্যানুয়াল কন্ট্রোল ছাড়াই।
উপার্জন কোনো নির্দিষ্ট সময়ে কোনো কোম্পানির উপার্জিত মুনাফা।
ইসিবি (ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক) ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সিস্টেমের প্রধান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান।
ইসিএন ব্রোকার বৈদেশিক মুদ্রা বিনিময় বাজারে, যে পেশাদার ইলেক্ট্রনিক কমিউনিকেশনস নেটওয়ার্ক ব্যবহার করে একজন গ্রাহকের সাথে অন্য একজন গ্রাহকের ট্রেডিং করার ব্যবস্থা করে দেয়।
অর্থনৈতিক অবস্থা একটি দেশের অর্থনৈতিক অবস্থা বিভিন্ন বিষয় দ্বারা প্রভাবিত হয়, যেমন - বিনিময় হার, বৈশ্বিক অর্থনীতির সার্বিক অবস্থা, মুদ্রাস্ফীতি, আর্থিক নীতি, কর্মসংস্থান পরিস্থিতি ইত্যাদি।
অর্থনৈতিক সার্কেল প্রবৃদ্ধি ও মন্দার মধ্যে চলতে থাকা অর্থনীতির চলমান প্রক্রিয়া।
অর্থনৈতিক উন্নয়ন কোনো একটি নির্দিষ্ট সময়ের তুলনায় অন্য একটি নির্দিষ্ট সময়ে পণ্য ও সেবার উৎপাদন বৃদ্ধি করার উদ্দেশ্যে অর্থনিতির সক্ষমতা বৃদ্ধি করা।
অর্থনীতি উৎপাদন ও ভোগ কার্যক্রম, যা একটি দেশের সম্পদের পরিমাণ নির্দেশ করে।
জরুরী তহবিল জরুরী পরিস্থিতিতে যে অ্যাকাউন্ট থেকে যে নির্দিষ্ট পরিমাণ তহবিল সরবরাহ করা হয়। এটা কোনো ব্যক্তির আর্থিক নিরাপত্তা উন্নত করতে সহায়তা করে।
ইকুইটি সম্পদের মূল্য থেকে অন্যান্য সকল দায়বদ্ধতা বাদ দেওয়া।
ইউরো ইউরোপীয় অঞ্চলের অফিসিয়াল মুদ্রা প্রকাশিত হয় 2002 সালে। এই মুদ্রা ইউরোপিয়ান ইউনিয়নের বেশিরভাগ দেশে প্রচলিত আছে এবং এর সংকেত €।
ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপের দেশগুলোকে নিয়ে তৈরি হওয়া সংস্থা। এই সংস্থাটি ইউরোপের দেশগুলোকে একত্রিত করেছে এবং তা ইউরো নামক অফিসিয়াল মুদ্রা প্রবর্তন করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক অবস্থা উন্নত করার জন্য কাজ করে।
ইউরোজোন ইউরোল্যান্ড হিসাবেও পরিচিত ইউরোজোন হলো ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশসমূহকে নিয়ে গড়া একটি অঞ্চল, যেখানে ইউরো ইউরো অফিসিয়াল মুদ্রা হিসাবে গণ্য হয়।
বিনিময় হার Tযে মূল্যে একটি দেশের মূদ্রা অন্য একটি দেশের মুদ্রার সাথে বিনিময় করা যায়। বিনিময় হার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ণয় করা যায় এবং তা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন - দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা ও ঘটনা প্রবাহ এবং মুদ্রাস্ফীতি।
এক্সচেঞ্জড-ট্রেডেড ফান্ড কোনো ইনডেক্স, কমোডিটি, বন্ড বা ইনডেক্স ফান্ড এর সার্বিক কার্যকারিতা মূল্যায়ন করা সিকিউরিটি। ETF এর কম ফি এবং উচ্চ তারল্য থাকায় মূল্য পার্থক্য দেখা যায়, কারণ তা দিনের বেলায় ক্রয়-বিক্রয় করা হয়।
রপ্তানী বিনিময়, বিক্রি বা বাণিজ্যের উদ্দেশ্যে এক দেশে উৎপাদিত পণ্য অন্য দেশে পাঠানো। রপ্তানীকে সবচেয়ে পুরনো বাণিজ্য পদ্ধতিগুলোর একটি হিসাবে ধরা হয়। উক্ত বাণিজ্যিক লেনদেন সাধারণত কম সীমাবদ্ধতা বা কর যেসব দেশের মধ্যে রয়েছে সেগুলোর মধ্যে সংঘটিত হয়।
ফেইস ভ্যালু প্রবর্তকের ঘোষণা অনুযায়ী কোনো ডেরাইভেটিভ বা ইন্সট্রুমেন্ট এর মূল্য। উক্ত মানকে নরমাল ভ্যালু, পার ভ্যালু বা পার হিসাবেও নির্দেশ করা হয়।
Fed (ফেডারেল রিজার্ভ) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রেগুলেটরি বডি, যার একটি ডিভিশন FOMC (ফেডারেল ওপেন মার্কেট কমিটি) - নিয়ন্ত্রণ ফেডারেল ইন্টারেস্ট রেট সহ অন্যান্য বিষয় নিয়ন্ত্রণ করে।
ফিন্যান্স ব্যক্তি, সংস্থা এবং দেশ কর্তৃক অর্থের ব্যবহার ও ব্যবস্থাপনা বিষয়ক পাঠ। কখনও কখনও ফিন্যান্স বা অর্থকে তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয়: পারসোনাল ফিন্যান্স, কর্পোরেট ফিন্যান্স এবং পাবলিক ফিন্যান্স।
আর্থিক পরামর্শক ফি নেওয়ার বিনিময়ে যে পেশাদার ব্যক্তি বা প্রতিষ্ঠান তার গ্রাহককে পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে থাকে।
ফ্ল্যাট (স্কয়ার) সব পজিশন যখন বন্ধ থাকে তখনকার অবস্থা।
ফ্লোটিং লিভারেজ ওপেন পজিশনগুলোর উপর ভিত্তি করে পরিবর্তনশীল লিভারেজ।
বৈদেশিক মুদ্রা বিনিময় বিদেশি মুদ্রা ক্রয়, বিক্রয় বা এক মুদ্রাকে অন্য মুদ্রায় রূপান্তর। মুদ্রার ট্রেডিং বিক্রেন্দ্রীভূতভাবে সারা বিশ্বে দিনে 24 ঘণ্টা ও সপ্তাহে পাঁচ দিন চলমান থাকে। এটাকে ফরেক্স হিসাবে উল্লেখ করা হয়।
ফ্রি লাঞ্চ কোনো পণ্য বা সেবা যখন ফ্রি প্রদান করা হয়, যেখানে কোনো পক্ষ (এবং এমনকি গ্রাহকরাও) তার খরচ বহন করে। এই পদ্ধতিটির প্রধান উদ্দেশ্য হলো নতুন গ্রাহক সৃষ্টি করা এবং আয় বাড়ানো। বিনিয়োগের ক্ষেত্রে, এটা এমন বিষয়কে নির্দেশ করে যেখানে সম্ভাব্য ক্ষতির ঝুঁকি ছাড়া বড় আকারের মুনাফা অর্জন করা সম্ভব নয়।
মৌলিক বিশ্লেষণ সংবাদ, অর্থনৈতিক সূচক ও বৈশ্বিক ঘটনাপ্রবাহের উপর ভিত্তি করে যে বিশ্লেষণ করা হয়।
ফিউচারস বিনিময়যোগ্য ফিন্যান্সিয়াল কন্টাক্ট, যার মধ্যে ক্রয় করার বাধ্যবাধকতা থাকে। এটা কোনো পণ্য বা সেবা ক্রয় (বা বিক্রয়) করার চুক্তি, যেখানে পূর্ব নির্ধারিত মূল্যে এবং ভবিষ্যতের কোনো তারিখে লেনদেন করার চুক্তি থাকে। কোনো অ্যাসেটের মূল্যের হ্রাস-বৃদ্ধি থেকে সুরক্ষা পাওয়ার জন্য এই ধরণের চুক্তি হয়ে থাকে।
গ্যাপ পূর্ববর্তী ক্লোজ প্রাইস এবং পরবর্তী প্রিয়ডের ওপেন প্রাইসের মধ্যকার পার্থক্য। ফরেক্স সাধারণত এই ধরণের ঘটনা সপ্তাহান্তে হয়ে থাকে - শুক্রবারের ক্লোজ এবং সোমবারের ওপেনিং প্রাইসের মধ্যে।
জিডপি (মোট দেশজ উৎপাদন) এটা জাতীয় উপার্জন ও দেশের অর্থনীতির একটি পরিমাপ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরেক্স সূচকের একটি।
স্বর্ণ মার্কিন ডলার সহ বিশ্বের বড় বড় মুদ্রার মূল্য স্থিতিশীল করার জন্য স্বর্ণ ব্যবহৃত হয়। স্বর্ণকে বিনিময়ের সবচেয়ে পুরনো মাধ্যম বা মুদ্রা হিসাবে বিবেচনা করা হয়।
GTC (গুড টিল ক্যান্সেলড) নির্দিষ্ট মূল্যে বা কম মূল্য কোনো কারেন্সি ক্রয় বা বিক্রয় করার অর্ডার। অর্ডার সম্পন্ন না হওয়া পর্যন্ত বা বাতিল না করা পর্যন্ত চলমান থাকে (গুড)।
গরিলা ট্রেডিং ঝুঁকির পরিমাণ কম রেখে স্বল্পমেয়াদে অল্প ও দ্রুত মুনাফা পাওয়ার জন্য এক ধরণের ট্রেডিং কৌশল। এই ধরণের ট্রেডিং কৌশল সাধারণত কয়েক মিনিট চলমান থাকে।
গাইডেন্স কোনো কোম্পানির ভবিষ্যত সম্ভাব্য উপার্জনের খসড়া। এটাকে কোনো কোম্পানির প্রত্যাশিত ফলাফল হিসাবেও উল্লেখ করা হয়। সাধারণত কোনো করপোরেশন তাদের গাইডেন্স তাদের অংশীদার এবং বাজার বিশ্লেষকদের কাছে প্রদান করে।
সুরক্ষা চলমান ওপেন পজিশনের বিপরীতে আরও একটি মার্কেট পজিশন রাখা।
আমদানি বিক্রয় করার জন্য পণ্য বা সেবা এক দেশ থেকে অন্য দেশে নেওয়া।
সূচক কোনো অর্থনীতি বা সিকিউরিটিস মার্কেটের পরিবর্তন পরিমাপক নির্দেশক। কোনো নির্দিষ্ট শিল্প বা মার্কেটে সাধারণত বেঞ্চমার্ক হিসাবে ব্যবহৃত হয়। প্রত্যেক সূচকের ভিন্ন ভিন্ন কম্পিউটিং পদ্ধতি থাকে, যা বেইজ ভ্যালু থেকে পরিবর্তনকে নির্দেশ করে।
শিল্প কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বা সংস্থাকে তাদের কার্যক্রমের ভিত্তিতে শ্রেণি বিন্যাস করা। কোনো কোম্পানির বেশিরভাগ আয় যে শিল্প থেকে আসে উক্ত কোম্পানিকে ঐ শিল্পতে শ্রেণিভুক্ত করা হয়।
মুদ্রাস্ফীতি কোনো অর্থনীতিতে সব ধরণের পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি পাওয়া, সাধারণত কনজ্যুমার প্রাইস ইনডেক্স এর মাধ্যমে এর পরিমাপ করা হয়।
ইনিশিয়াল পাবলিক অফারিং কোনো প্রাইভেট ফার্ম কর্তৃক প্রথম যে স্টক সাধারণ জনতার মধ্যে বিক্রি করা হয়। সাধারণত অপেক্ষাকৃত ছোট ও নতুন কোম্পানি তহবিল সংগ্রহের জন্য IPO সরবরাহ করে।
ইনসাইডার ট্রেডিং অভ্যন্তরীণ কোনো তথ্যের ভিত্তিতে যখন কোনো ব্যক্তি স্টক ক্রয়-বিক্রয় করে তখন তাকে ইনসাইডার ট্রেডিং বলা হয়।
ইন্স্যুরেন্স পলিসি করেছেন এমন কোনো ব্যক্তির চুক্তি (ব্যক্তি বা ব্যবসা), যার মাধ্যমে তিনি ক্ষতিগ্রস্থ হলে ইন্স্যুরেন্স ফার্ম থেকে ক্ষতিপূরণ গ্রহণ করেন।
ইনট্যাঞ্জিবল অ্যাসেট নন-ফিজিক্যাল অ্যাসেট, যার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ডেফিনেট বা ইনডিফিনেট হিসাব শ্রেণিবিন্যাস করা হয়। কিছু কিছু ইনট্যাঞ্জিবল অ্যাসেটের মধ্যে রয়েছে ব্রান্ড পরিচিতি, কর্পোরেট ইনটিলেকচুয়াল প্রোপার্টি এবং সুনাম।
সুদের হার ঋণ গ্রহীতা যে পরিমাণ অর্থ ফি হিসাবে ঋণদাতাকে তার সম্পদ/অর্থ ব্যবহার করার জন্য প্রদান করে। এটা মূল তহবিলের বাৎসরিক শতাংশ আকারে হিসাব করা হয়।
ইন্টারন্যাল রেভিনিও সার্ভিস মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের এজেন্সি, যা কর আইন প্রয়োগ এবং কর আদায় করে। 1862 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর IRS আয় ও কর্মসংস্থান কর সহ অন্যান্য কর ব্যবস্থাপনা করে।
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটা একটি বিশ্ব সংস্থা যারা বিনিময় হার এবং বিশ্বব্যাপী আর্থিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়তা করে। আইএমএফ তার সদস্য রাষ্ট্রগুলোকে শক্তিশালী করার প্রচেষ্টার পাশাপাশি বিশ্ব অর্থনীতিকে পর্যবেক্ষণ করে।
বিনিয়োগ কোনো ভেঞ্চারের মাধ্যমে অতিরিক্ত উপার্জন বা মুনাফার জন্য অর্থ, সময় এবং প্রচেষ্টাকে কাজে লাগানো।
বিনিয়োগ ভবিষ্যত উপার্জন এবং মান বৃদ্ধির জন্য কোনো অ্যাসেট গ্রহণ করা। অর্থনীতিতে, বিনিয়োগ হলো ভোগ না করে বরং সম্পদ তৈরি করার উদ্দেশ্যে কোনো পণ্য ক্রয় করা। ফিন্যান্সে, বিনিয়োগ বলতে কোনো আর্থিক সম্পদকে বুঝায়, যা উপার্জন করা বা মান বৃদ্ধি করার জন্য অধিকতর মূল্যে বিক্রি করা বুঝায়।
জাপানিজ ইয়েন 1872 সালে মেইজি সরকার কর্তৃক প্রবর্তিত জাপানের অফিসিয়াল মুদ্রা। এই মুদ্রাকে ¥ সংকেত দ্বারা প্রকাশ করা হয় এবং তা 100 সেন বা 1000 রিন এর সমান।
কি রেশিও সাধারণভাবে কোনো কোম্পানির চলতি আর্থিক অবস্থার উপস্থাপন।
যোগান এবং চাহিদার নিয়ম কোন বস্তুর যোগান এবং তার চাহিদার সাথে সম্পর্কিত তত্ত্ব। কীভাবে কোনো পণ্যের সহজলভ্যতা ও চাহিদা পণ্যের দামের উপর প্রভাব বিস্তার করে তা এই তত্ত্বটির মাধ্যমে বুঝা যায়।
প্রধান সূচকসমূহ এটা হলো দশটি গুরুত্বপূর্ণ ব্যাস্টিক অর্থনৈতিক সূচকের সমন্বয়ে গঠিত একটি যৌগিক সূচক ( 1992 সাল = 100%), যা ভবিষ্যত (5-6 মাস) অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়।
লিভারেজ 1. কোম্পানির সম্পদে তহবিল সংগ্রহের জন্য করা ঋণের পরিমাণ।
2. কোনো বিনিয়োগের সম্ভাব্য আয় বৃদ্ধি করতে ঋণ করা তহবিলের ব্যবহার।
LIBOR ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ লন্ডন ইন্টারব্যাংক অফার্ড রেট, সংক্ষেপে ICE LIBOR অথবা LIBOR। স্বল্প মেয়াদে ঋণ দেওয়ার জন্য বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো এই হার ধার্য করে। ICE বেঞ্চমার্ক প্রশাসন কর্তৃক নিয়ন্ত্রিত LIBOR নিম্নোক্ত মুদ্রাগুল ব্যবহার করে: জাপানিজ ইয়েন, সুইস ফ্রাঙ্ক, ব্রিটিশ পাউন্ড, ইউরো এবং মার্কিন ডলার।
সীমিত অর্ডার নির্দিষ্ট দামে বা অপেক্ষাকৃতকম দামে ক্রয় করা এবং নির্দিষ্ট বা অধিক দামে বিক্রি করার অর্ডার। এই ধরণের দামকে বলা হয় লিমিট প্রাইস।
তারল্য প্রাথমিক দাম না কমিয়ে কোনো সম্পদকে সহজেই ক্রয় বা বিক্রয় করার সক্ষমতা।
ঋণ ভবিষ্যতে ফেরত পাওয়া ও তার সাথে সুদ ও অন্যান্য ফি গ্রহণ করার জন্য কোনো প্রতিষ্ঠান যখন তার সম্পদ (অর্থ, সম্পত্তি ইত্যাদি) অন্য কোনো পক্ষকে প্রদান করে তখন তাকে ঋণ বলে।
লং বাই পজিশন গ্রহণ। ফরেক্সে প্রাইমারি কারেন্সি যখন ক্রয় করা হয় তখন লং এবং যখন বিক্রিয় করা হয় তখন তাকে শর্ট বলে।
ক্ষতি ওপেনিং প্রাইস থেকে কম মূল্যে লং পজিশন ক্লোজ করা অথবা ওপেনিং প্রাইস থেকে উচ্চ মূল্য শর্ট পজিশন ক্লোজ করা। অথবা কোনো পজিশন ক্লোজ করার কারণে যে মুনাফা হয় তা ব্রোকারের মুনাফা থেকে কম হলে।
লট কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট পরিমাণ একক বা অর্থ গ্রহণ করা (সাধারণত তা 100 এর গুণনীয়ক)।
ব্যবস্থাপনা ঝুঁকি পারফরম্যান্স কমে যাওয়া, কার্যকর না হওয়া অথবা ব্যবস্থাপনায় ভুল থাকার কারণে কোম্পানি (বা তহবিল) ঝুঁকিতে পরে, এর ফলে কোম্পানির প্রশাসন বা অংশীদারগণ ঝুঁকিতে থাকে।
মার্জিন যে অর্থ ট্রেড কার্যক্রম পরিচালনার জন্য ব্রোকারের অ্যাকাউন্টে রাখা হয়। এই অর্থ মার্জিন ট্রেডিংয়ে সম্ভাব্য ক্ষতি পূরণে সরবরাহ করা হয়।
মার্জিন অ্যাকাউন্ট ফরেক্স ট্রেডিংয়ের জন্য বিনিয়োগকারীর জমা করা অর্থ যে অ্যাকাউন্টে রাখা হয়।
মার্জিন কল মার্জিন অ্যাকাউন্টের তহবিল একটি নির্দিষ্ট ন্যূনতম পর্যায় থেকে কমে যাওয়ার পর ব্রোকার যে অর্থ ডিপোজিট করার জন্য অনুরোধ করে।
বাজার মূলধন কোনো কর্পোরেশনের মোট শেয়ার। এটা মার্কেট ক্যাপ নামেও পরিচিত, যা মোট স্টকের সাথে প্রতি স্টকের চলতি বাজার মূল্যের সাথে গুণন করে হিসাব করা হয়।
মার্কেট অর্ডার চলতি বাজার মূল্যে লট ক্রয় বা বিক্রয় করার অর্ডার।
মার্কেট প্রাইস বাজারে যে মূল্যে মুদ্রা কেনাবেচা হয়।
ম্যাচুরিটি কোনো নির্দিষ্ট সময়সীমা যখন কোনো ফিন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টের মেয়াদ শেষ হয় এবং মূলধন সহ সুদ পরিশোধ করা হয়।
মার্জার অন্তত দুইটি প্রতিষ্ঠান একত্রিত হওয়া, যেখানে একটি প্রতিষ্ঠান অন্য একটি প্রতিষ্ঠানের অংশীদারদের স্টক ক্রয় করে এবং একত্রিত হওয়া কোম্পানিগুলোর রিসোর্স নতুন ফার্মে প্রদান করা হয়।
মার্জার এবং অ্যাকুইজিশন অন্তত দুইটি প্রতিষ্ঠানের একত্রিতকরণ।
মোমেন্টাম নির্দিষ্ট কোনো দিকে কোনো মুদ্রার মূল্যের গতিবিধি।
মনিটারি বেইজ কোনো দেশের মদ্রার মোট পরিমাণ, যা কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে বাণিজ্যিক ব্যাংকগুলোর ডিপোজিট হিসাবে অথবা সাধারণ জনতার কাছে থাকে।
বন্ধক এটা ঋণ গ্রহণ করার জন্য প্রয়োজনীয় আর্থিক উপকরণ, যার মাধ্যমে ঋণ গ্রহীতা তাৎক্ষণিক নগদ অর্থ গ্রহণ করতে পারে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিশোধ করতে পারে। যেমন, ব্যক্তি বা প্রতিষ্ঠান বন্ধকের মাধ্যমে কোনো সম্পত্তির মোট মূল্য প্রদান করা ছাড়াই সম্পত্তি ক্রয় করতে পারে।
মিউচুয়াল ফান্ড এটা এক ধরণের ফিন্যান্সিয়াল ইন্সট্রুমেন্ট, যার মাধ্যমে অংশীদারদের তহবিল সংগ্রহ করা হয় এবং বন্ড ও সিকিউরিটিসে বিনিয়োগ করা হয়।
নাসডাক কম্পিটার নিয়ন্ত্রিত মার্কেটপ্লেস, যার মাধ্যমে ট্রেডারগণ সিকিউরিটিস ক্রয়-বিক্রয় করতে পারে। নাসডাক প্রতিষ্ঠা করেছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সিকিউরিটিস ডিলারস। প্রতিষ্ঠানটি মার্কিন টেকনোলজি শেয়ারের বেঞ্চমার্ক হিসাবেও কাজ করে।
নেট দাম কোম্পানির মোট সম্পত্তি থেকে ঋণের পরিমাণ বাদ দিয়ে হিসাব করা হয়। এটাকে বুক ভ্যালু বা অংশীদারদের ইকুইটি হিসাবে উল্লেখ করা হয়।
নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বিশ্বের সর্ববৃহৎ স্টক এক্সচেঞ্জ, যা তালিকাভুক্ত সবগুলো সিকিউরিটিসের বাজার মূলধনকে নির্দেশ করে। বিগ বোর্ড হিসাবে পরিচিত এই এক্সচেঞ্জটি নিউ ইয়র্ক সিটি-তে অবস্থিত।
নিউজিল্যান্ড ডলার নিউজিল্যান্ডের অফিসিয়াল মুদ্রা যার সংকেত NZ$। এটা কিউই হিসাবেও পরিচিত এবং এক ইউনিটের মান 100 সেন্ট।
অফার (আস্ক) অফার প্রাইস, আপনি যে মূল্যে ক্রয় করেন।
অফসেট 1. কোনো বিনিয়োগকারীর নেট পজিশন শূণ্যতে নামিয়ে আনা, ফলে উক্ত বিনিয়োগকারী আর লাভ বা ক্ষতির সম্মুখীন হবে না।
2. ডেলিভারির শর্তপূরণ করার জন্য অপজিট ডিল খোলার মাধ্যমে কোনো ফিউচার তারল্যে পরিণত করা।
ওপেন পজিশন(ট্রেড) কারেন্সি পেয়ার ক্রয় (লং) বা বিক্রয়ের (শর্ট) জন্য পজিশন নেওয়া।
অপশন কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে পূর্বনির্ধারিত মূল্যে একজন বিক্রেতা যখন বিশেষ কোনো সিকিউরিটি ক্রয় (কল) বা বিক্রয় (পুট) করার অধিকার পায়।
অর্ডার কোনো নির্দিষ্ট হারে মুদ্রা ক্রয় বা বিক্রয় করার জন্য ব্রোকারের নিকট অর্ডার প্রদান।
ওভার দি কাউন্টার এটা হলো বিকেন্দ্রীভূত মার্কেট, যেখানে সিকিউরিটিস গুলো ডিলার নেটওয়ার্কের মাধ্যমে লেনদেন হয়। এই মার্কেটে যেসব ডেরাইভেটিভ লেনদেন হয় সেগুলো এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় না।
পার বন্ড, কারেন্সি এবং স্টক সহ কোনো বিনিয়োগ ইন্সট্রুমেন্টের সাধারণ বা ফেইস ভ্যালু। এটাকে পার ভ্যালু হিসাবেও উল্লেখ করা হয়, এই শব্দটি স্টকের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়।
পার্টনারশিপ যেখানে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো ব্যবসার দায়িত্ব, মুনাফা এবং দায়বদ্ধতা গ্রহণ করে। কিছু কিছু ক্ষেত্রে পার্টনারগণ সুবিধাজনক ট্যাক্স ব্যবস্থা গ্রহণ করে।
পেআউট কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো বিনিয়গের মূল বা শতাংশ হিসাবে বার্ষিক বা নিয়মিতভাবে ফেরত প্রদান।
পার্সেন্টেজ অ্যালোকেশন ম্যানেজমেন্ট মডিউল (PAMM) একটি ব্রোকার-সাইড সিস্টেম যার মাধ্যমে বিনিয়োগকারীগণ ট্রেডারদের সাথে বিনিয়োগ করতে পারে এবং ট্রেডারগণ ব্রোকার প্লাটফর্মের তহবিল ব্যবস্থাপনা করতে পারে।
পিভট পয়েন্ট পূর্ববর্তী প্রবণতার হাই, লো এবং ক্লোজ প্রাইসের উপর ভিত্তি করে নির্ধারণ করা প্রাথমিক সাপোর্ট/রেসিস্ট্যান্স পয়েন্ট।
পিপ (পয়েন্ট) কারেন্সি রেটের সর্বশেষ পয়েন্ট (উদাহরণস্বরূপ 1 পয়েন্ট = 0.0001)
পজিশন কোনো সিকিউরিটির যে পরিমাণ কোনো সত্তা (ট্রেডার বা ডিলার) গ্রহণ করে। সহজভাবে বলা যায়, এটা হলো কোনো বিনিয়োগকারীর চলতি ওপেন ট্রেড।
প্রিমিয়াম 1. কোনো নির্দিষ্ট সময়ে কোনো পলিসি গ্রহণকারী ব্যক্তি ইন্স্যুরেন্স কোম্পানিকে যে নিয়মিত পেমেন্ট করে।
2. কোনো অপশনের মোট খরচ।
3. কোনো ডেরাইভেটিভ এর বিক্রয় মূল্য এবং ফেইস ভ্যালু এর মধ্যকার পার্থক্য।
প্রাইস-টু-আর্নিং রেশিও কোনো কোম্পানির চলমান মূল্যায়ন। এটা স্টক মার্কেটে কোম্পানির প্রতি শেয়ারের মূল্যকে প্রতি শেয়ারে উপার্জনের পরিমাণ দিয়ে ভাগ করে হিসাব করা হয়।
মুনাফা (অর্জন) পজিশন ক্লোজ করার ফলে যে অর্থ লাভ হয়।
প্রডিউসার প্রাইস ইনডেক্স এটা এক ধরণের অর্থনৈতিক নির্দেশক, যা বিক্রেতার দৃষ্টিভঙ্গি থেকে সার্বিক প্রাইস লেভেলের মধ্যকের পরিবর্তন পরিমাপ করে।
প্রিন্সিপ্যাল ভ্যালু প্রাথমিক পর্যায়ে যে অর্থ বিনিয়োগ করা হয়েছিলো।
প্রোপ্রাইটারি ট্রেডিং যখন আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেদের অ্যাকাউন্ট ব্যবহার করে ট্রেড করে বাজার থেকে মুনাফা অর্জন করে।
প্রসপেকটাস সাধারণ জনগণের কাছে বিক্রিত কোনো বিনিয়োগের আইনি ডকুমেন্ট, যেখানে উক্ত বিনিয়োগ সম্পর্কিত তথ্য দেওয়া থাকে। এটাকে অফার ডকুমেন্ট হিসাবেও ধরা হয়। প্রসপেকটাস এর মাধ্যমে একজন বিনিয়োগকারী বিনিয়োগ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
পারসেজিং ম্যানেজারস ইনডেক্স একটি অর্থনৈতিক সূচক, যা নিম্নোক্ত বিষগুলোর ভিত্তিতে উৎপাদন সেক্টরকে পরিমাপ করে: উৎপাদন, কর্মশক্তির পরিবেশ, নতুন অর্ডার, সরবরাহকারীদের সরবরাহ এবং ইনভেন্টরি লেভেল। 50 এর নিচে মান থাকলে সংকোচন এবং 50 এর উপরে মান থাকলে বৃদ্ধি হিসাবে ধরা হয়।
রিয়ালাইজড প্রফিট/লস পজিশন ইতোমধ্যে ক্লোজ করার কারণে যে লাভ বা ক্ষতি হতে পারে।
রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া 1960 সালে প্রতিষ্ঠিত হওয়া অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক নোট প্রবর্তনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে রয়েছে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, কর্মসংস্থান হার বৃদ্ধি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে অস্ট্রেলিয়ান ডলারের মান বৃদ্ধি করা।
রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড 1934 সালে প্রতিষ্ঠিত হওয়া নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক নোট প্রবর্তনকারী কর্তৃপক্ষ। এর প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে দেশের অর্থনৈতিক সিস্টেমের স্থিতিশীলতা নিশ্চিত করা, দেশের আর্থিক নীতি তৈরি করা, অন্যান্য ব্যাংকগুলোর জন্য সাপোর্টিং সার্ভিস দেওয়া এবং দেশের জনগণের মুদ্রার চাহিদা পূরণ করা।
রেসিস্ট্যান্স যে প্রাইস লেভেলের কারণে প্রচুর বিক্রি হতে পারে এবং মূল্য বৃদ্ধি হতে পারে (ঊর্ধ্বমুখী প্রবণতা)।
ঝুঁকি কোনো বিনিয়োগ সম্পূর্ণরূপে বা আংশিক হারানোর আশঙ্কা। এটা ধারনাকৃত মুনাফা থেকে কম মুনাফা পাওয়ার সম্ভাবনাকেও নির্দেশ করে।
রোলওভার 1. ট্যাক্স আরোপ ছাড়াই কোনো অবসর পরিকল্পনা একটি ছেড়ে অন্যটি গ্রহণ করা।
2. কোনো ফরেক্স পজিশনকে অন্য কোনো ডেলিভারিতে পরিবর্তন করা, যার ফলে অতিরিক্ত চার্জ আরোপ হয়।
3. কোনো ডেরাইভেটিভ থেকে তহবিল উঠিয়ে একই ধরণের নতুন অন্য কোনো ইন্সট্রুমেন্টে বিনিয়োগ করা।
S&P 500 বিশ্বব্যাপী শীর্ষ ইনডেক্স সরবরাহকারী, যারা স্বাধীন ক্রেডিট স্কোর প্রদান করে। 150 বছরেরও অধিক সময় ধরে কোম্পানিটি মার্কেট লিডারদের কাছে বিশ্লেষণ সরবরাহ করে যাচ্ছে।
স্ক্যাল্পিং এটা একটি ট্রেডিং কৌশল, যার খুবই অল্প ও স্বল্পমেয়াদি মুনাফা অর্জনের জন্য ছোট ছোট পজিশন খোলা হয়।
সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এটা একটি ফেডারেল এজেন্সি, যার প্রধান কাজ হলো বিনিয়োগকারীদেরকে নিরাপত্তা প্রদান এবং তাদের স্বার্থ রক্ষা করা। 1934 সালে শুরু হওয়ার পর, প্রতিষ্ঠানটির প্রধান যে কাজগুলো করে আসছে তা হলো তহবিল তৈরি বৃদ্ধি করা, সিকিউরিটিস মার্কেট ব্যবস্থাপনা করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লেনদেনগুলো পর্যবেক্ষণ করা।
স্যাটেলড (ক্লোজড) পজিশন যে ক্লোজড পজিশনের সব ধরণের লেনদেন সম্পন্ন হয়েছে।
সাংহাই স্টক এক্সচেঞ্জ এটা চায়না সিকিউরিটিস রেগুলেটরি কমিশন কর্তৃক পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। 1990 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর, এই এক্সচেঞ্জের প্রধান কাজ হলো ব্যবসায়িক নীতি নির্ধারণ, তাকিভুক্তকরণ ও তার ব্যবস্থাপনা, নতুন সুযোগ সৃষ্টি, প্রক্রিয়াকরণ এবং সিকিউরিটিস ট্রেডিং পর্যবেক্ষণ।
রূপা এটা এক ধরণের পণ্য, যা মুদ্রা, ইলেক্ট্রনিক ডিভাইস, জুয়েলারি এবং ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়। রূপার ইলেকট্রিক কন্ডাক্টিভিটি ভালো হওয়ার কারণে এটাকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচনা করা হয়।
স্লিপেইজ প্রত্যাশিত (অর্ডার করা) মূল্য থেকে ভিন্ন মূল্যে অর্ডার সম্পাদন করা, স্লিপেইজ এর প্রধান কারণ হলো "ফাস্ট" মার্কেট, তারল্য সংকট এবং অর্ডার সম্পাদনের জন্য ব্রোকারের সক্ষমতা কম থাকা।
স্প্রেড কোনো মুদ্রার আস্ক এবং বিড প্রাইসের মধ্যকার পার্থক্য।
স্ট্যান্ডার্ড লট কারেন্সি পেয়ারের 100,000 ইউনিট বেইজ কারেন্সি, যা আপনি ক্রয় বা বিক্রয় করছেন।
স্টক কোনো ফার্মের সিকিউরিটিস, যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানা নির্দেশিত হয়। স্টকের মাধ্যমে কোনো কোম্পানির সম্পদ ও আয়ে অংশীদারদের পরিমাণ কতটুকু তা নির্ধারিত হয়। স্টককে প্রধান দুইটি শ্রেণিতে বিভক্ত করা হয় - সাধারণ স্টক এবং নির্বাচিত স্টক।
স্টপ-লিমিট অর্ডার নির্দিষ্ট মূল্যে বা তার থেকে প্রতিকূল কোনো মূল্যে লট ক্রয় বা বিক্রয় করার অর্ডার।
স্টপ-লস অর্ডার (SL) মার্কেট যখন নির্দিষ্ট কোনো মূল্যে পৌঁছায়, তখন কোনো অর্ডার ক্রয় বা বিক্রয় করার অর্ডার। বাজার যখন বিপরীত দিকে চলতে থাকে, তখন অতিরিক্ত ক্ষতি কমানোর জন্য এটা করা হয়। প্রকৃতপক্ষে, এটা স্টপ অর্ডার এবং লিমিট অর্ডারের সমন্বয়।
STP (স্ট্রেইট থ্রু প্রসেসিং) যে অর্ডার প্রসেস করতে কোনো ম্যানুয়াল কার্যক্রম প্রয়োজন হয় না এবং সব কিছু স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। প্রকৃতপক্ষে 99.9% ফরেক্স ব্রোকার STP এর মাধ্যমে অর্ডার কার্যক্রম সম্পন্ন করে।
সাপোর্ট যে প্রাইস লেভেলের কারণে প্রচুর ক্রয় হতে পারে এবং এর ফলে মূল্য হ্রাস হতে পারে (নিম্নমুখী প্রবণতা)।
সোয়াপ আপনার পজিশন চলমান রাখার কারণে যে পেমেন্ট প্রদান করতে হয়। যেহেতু আপনি যে মুদ্রা ক্রয় করেছেন তা সরাসরি গ্রহণ করছেন না, তাই আপনার ব্রোকার উক্ত কারেন্সি পেয়ারের দুইটি কারেন্সির সুদের হারের পার্থক্যের সমান পরিশোধ করতে পারে।
সুইস ফ্রাঙ্ক সুইজারল্যান্ডের অফিসিয়াল মুদ্রা এবং ক্যাম্পিওনি ইতালিয়া ও লিচেনস্টেইনে প্রচলিত বৈধ মুদ্রা। এটাকে সেইভ-হ্যাভেন কারেন্সি বলা হয়। এক সুইস ফ্রাঙ্ক 100 সেন্টিম এর সমান।
সুইস ন্যাশনাল ব্যাংক 1907 সালে প্রতিষ্ঠিত হওয়া সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক নোট প্রবর্তনকারী প্রতিষ্ঠান। এর প্রধান কাজ হলো দেশের মধ্যে ক্যাশের যোগান এবং মূল্যের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রয়োজন অনুসারে মানি মার্কেটের তারল্য বৃদ্ধি করা।
টেকওভার টার্গেট কর্পোরেশনকে দাম হাঁকিয়ে ক্রয়ের মাধ্যমে অধিগ্রহণ করা, যা বন্ধুত্বপূর্ণ বা শত্রুতাপূর্ণ কৌশল অবলম্বন করে করা হয়।
টেক প্রফিট অর্ডার (TP) মার্কেট যখন একটি নির্দিষ্ট প্রাইস লেভেলে পৌঁছায় তখন বাই বা সেল অর্ডার হয়। মুনাফা গ্রহণ করার জন্য এটা করা হয়। এটা সাধারণত স্টপ-অর্ডার এবং লিমিট-অর্ডারের সমন্বয়।
ট্যাঞ্জিবল অ্যাসেট ফিজিক্যাল অ্যাসেট। ট্যাঞ্জিবল অ্যাসেটের উদাহরণ - মেশিনারি, রিয়াল স্টেট প্রোপার্টি ইত্যাদি।
ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দেশের কর আদায় কর্তৃপক্ষ কর্তৃক ডিজাইন করা নয় ডিজিটের নম্বর, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে কর আদায় করার উদ্দেশ্যে দেওয়া হয়।
ট্যাক্সেশন কোনো দেশের কর আদায় কর্তৃপক্ষ কর্তৃক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর আরোপিত অনৈচ্ছিক চার্জ, যা দেশের কার্যক্রম বা প্রকল্পসমূহের তহবিল সংগ্রহ করার জন্য করা হয়।
টেকনিক্যাল অ্যানালাইসিস বিভিন্ন ধরণের টেকনিক্যাল ইন্ডিকেটরের মাধ্যমে বাজার মূল্যের ভিত্তিতে টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয়।
টেকনিক্যাল ইন্ডিকেটর পূর্ববর্তী প্যাটার্নগুলো যাচাই করার মাধ্যমে কোনো ইন্সট্রুমেন্টের মূল্যের হ্রাস-বৃদ্ধির চলমান ভবিষ্যত সম্ভাবনা প্রকাশ করা বা মূল্যের সার্বিক দিক নির্দেশ করার সূচক।
টিক কোনো ইন্সট্রুমেন্টের সর্বনিম্ন মূল্য পরিবর্তন।
টোকিও স্টক এক্সচেঞ্জ জাপানের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম এক্সচেঞ্জ (মোট বাজার মূলধনের ভিত্তিতে)। 1878 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর হোন্ডা এবং টোয়োটা সহ TSE-তে 2,200 এর অধিক তালিকাভুক্ত ফার্ম রয়েছে।
টরোন্টো স্টক এক্সচেঞ্জ 1852 প্রতিষ্ঠিত কানাডার সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ। TMX গ্রুপ কর্তৃক নিয়ন্ত্রিত TSX (আগের নাম TSE) এখনও পর্যন্ত 1,515 এর অধিক ফার্মকে তালিকাভুক্ত করেছে।
ট্রেড 1. ট্রেড হলো অর্থনীতির মৌলিক একটি ধারণা, যেখানে একাধিক পক্ষ পণ্য এবং/অথবা সেবা একে অন্যের মধ্যে দামাদামির মাধ্যমে বিনিময় করে।
2. ফিন্যান্সে, ট্রেড হলো কোনো সিকিউরিটিস ক্রয় বা বিক্রয় করার জন্য লেনদেনের সুবিধা।
ট্রেডার মার্কেটে কোনো ডেরাইভেটিভ বা সিকিউরিটিস ক্রয় এবং বিক্রয় করা ব্যক্তি, যিনি নিজের জন্য বা কোনো ফিন্যান্সিয়াল ইন্সস্টিটিউটের হয়ে কাজ করে।
ট্রেডিং সফটওয়্যার কোনো সফটওয়্যার প্রোগ্রাম যার মাধ্যমে কোনো ব্যক্তি ফিন্যান্সিয়াল ইন্সট্রুমেন্ট, যেমন - স্টক বা মুদ্রা ট্রেড করতে পারে এবং তার অ্যাকাউন্ট ব্যবস্থাপনা করতে পারে। এটা সাধারণত ব্রোকারেজ বা ইনভেস্টমেন্ট ফার্ম সরবরাহ করে থাকে।
ট্রেডিং কৌশল কোনো নিয়ম-কানুনের খসড়া, যার মাধ্যমে কোনো ট্রেড শুরু করা থেকে শেষ করার পরিকল্পনা দেওয়া থাকে। নিম্নোক্ত বিষয়গুলো এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে: অর্ডারের ধরণ, ট্রেড শুরু করা, ফিল্টার, ট্রিগার, অর্থ ব্যবস্থাপনা এবং সময়সীমা।
প্রবণতা বাজারের বিভিন্ন বিষয় দ্বারা প্রভাবিত হয়ে পরিবর্তনশীল মূল্য প্রবাহের দিক।
আঙ্কেল স্যাম মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের সরকারকে নির্দেশ করা। রূপকথা অনুযায়ী, এই শব্দটি স্যামুয়েল উইলসন নামক কোনো এক ব্যক্তির সাথে সম্পর্কিত, যিনি মাংশ সরবরাহকারী ছিলেন এবং 1812 সালের যুদ্ধে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে অনেক মাংশ সরবরাহ করেছিলেন।
বেকারত্বের হার এটা কোনো শ্রম বাজারের মোট কর্মশক্তির অবস্থা নির্দেশক সূচক। শতাংশ আকারে প্রকাশিত তথ্যের মাধ্যমে মোট বেকার মানুষকে নির্দেশ করে, যারা চাকুরি খুঁজছে।
জাতিসংঘ এটা একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য চেষ্টা করে। এছড়াও সংস্থাটি আন্তর্জাতিক বিবাদ নিষ্পন্ন করা, সদস্য দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা এবং বিভিন্ন দেশের সাধারণ কার্যক্রমকে নিয়ে একটি সমন্বিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সহায়তা করে। 1947 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর জাতিসংঘে এখনও পর্যন্ত 192টি সদস্য দেশ রয়েছে এবং দুইটি পর্যবেক্ষক দেশ রয়েছে।
আনরিয়ালাইজড (ফ্লোটিং) মুনাফা/ক্ষতি আপনার যে পজিশনগুলো এখনও ক্লোজ হয়নি সেগুলোর মুনাফা/ক্ষতি।
আপটিক এটা মার্কেটের কোনো লেনদেনকে নির্দেশ করে, যেখানে কোনো বিনিয়োগ ইন্সট্রুমেন্ট বা সিকিউরিটির পূর্ববর্তী লেনদেন থেকে মূল্য বৃদ্ধিকে বুঝায়।
মার্কিন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল মুদ্রা, যার সংকেত $। প্রথমিকভাবে কয়েনএজ অ্যাক্ট 1792 এর মাধ্যমে প্রবর্তন করা হয়। এক মার্কিন ডলার 100 সেন্ট এর সমান।
ইউএস ট্রেজারি এটা একটি ফেডারেল এজেন্সি, যার প্রধান কাজ হলো ট্রেজারি নোট, বন্ড ও বিল প্রকাশ করা এবং দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ও নতুন চাকুরী সৃষ্টি করা। 1798 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ট্রেজারি ডিপার্টমেন্ট নিম্নোক্ত এজেন্সিগুলোকে পর্যবেক্ষণ করে: অ্যালকোহল অ্যান্ড টোবাকো ট্যাক্স অ্যান্ড ট্রেড ব্যুরো, দি ব্যুরো অফ পাবলিক ডেপ্ট, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস এবং ইউনাইটেড স্টেস্টস মিন্ট।
ব্যবহারযোগ্য মার্জিন অ্যাকাউন্টে থাকা ট্রেডিংয়ের জন্য ব্যবহারযোগ্য অর্থ।
ব্যবহৃত মার্জিন পজিশন ওপেন রাখার জন্য অ্যাকাউন্টে ব্যবহৃত অর্থের পরিমাণ।
ভোলাটিলিটি কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট কারেন্সি পেয়ারের মূল্য পার্থক্যের পরিসংখ্যানগত পরিমাপ।
ভলিউম কোনো নির্দিষ্ট সময়সীমায় কোনো ডেরাইভেটিভ বা এক্সচেঞ্জে ট্রেড হওয়া মোট পরিমাণ।
ভিপিএস (ভার্চুয়াল প্রাইভেট সার্ভাস) ডেডিকেটেড সার্ভারে হোস্ট করা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এর ফলে ইউজারের পিসিতে আলাদাভাবে প্রোগ্রামগুলো চালু করা সম্ভব হয়। ফরেক্স ট্রেডারগণ ভিপিএস এর মাধ্যমে ট্রেডিং প্লাটফর্ম হোস্ট করে এবং কোনো অপ্রত্যাশিত ঝামেলা ছাড়াই এক্সপার্ট অ্যাডভাইজার চলমান রাখে।
ওয়াল স্ট্রিট 1. ম্যানহাটনের একটি রাস্তা, যেখানে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ সহ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্রোকারেজ হাউজ এবং বিনিয়োগ ব্যাংকসমূহ অবস্থিত।
বিশ্ব ব্যাংক 1944 সালে প্রতিষ্ঠিত একটি বিশ্ব সংস্থা। প্রতিষ্ঠানটি গবেষণা, উপদেশ প্রদান এবং উন্নয়নশীল দেশগুলোকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে তহবিল সরবরাহ করে।
লাভ কোনো ডেরাইভেটিভ বা সিকিউরিটিস এর মালিক যে মুনাফা লাভ করে, যা সাধারণত শতাংশ আকারে প্রকাশ করা হয়।
প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at Shamrock Lodge, Murray Road, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


© 2015-2024 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।